বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিক ও তাঁর ভাই আব্দুর রফিকের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলনে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রদানের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জামায়াত প্রার্থী।
শুক্রবার সকালে শিবালয় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডা. আবু বক্কর সিদ্দিক।
তিনি বলেন, শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় আমার পৈত্রিক সম্পত্তিতে জাতীয় নির্বাচনী প্রচারণা অফিস নির্মাণের কাজ চলছিল। পূর্ববিরোধের জেরে স্থানীয় বিএনপি নেতা আলীম তার সাঙ্গপাঙ্গ নিয়ে উক্ত অফিস ভাঙচুর করে। এ ঘটনায় শিবালয় থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ আলীমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
তিনি আরও বলেন, জামিনে মুক্তি পেয়ে আলীম এলাকায় আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে এবং সাঙ্গপাঙ্গ নিয়ে মহড়া চালায়। এছাড়া সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এ প্রেক্ষিতে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে ডা. আবু বকর সিদ্দিক অভিযোগ করেন, আলীম একজন সন্ত্রাসী, চাঁদাবাজ ও জুয়ারু। তিনি বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমার পরিবার ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি আমার পৈত্রিক সম্পত্তি জবরদখল ও এলাকায় ত্রাস সৃষ্টির পেছনে এই আলীম জড়িত। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক পরিচয় ব্যবহার করে সে এসব অপকর্ম চালাচ্ছে। দলের ভাবমূর্তি রক্ষায় অবিলম্বে তাকে বিচারের আওতায় আনা কিংবা দল থেকে বহিষ্কার করা উচিত।
সংবাদ সম্মেলনে মানিকগঞ্জ-১ আসনের নির্বাচনী পরিচালক মাওলানা ওমর ফারুক, নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা জহিরুল ইসলাম, জামায়াতে ইসলামী শিবালয় উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তালেব, প্রার্থীর ভাই আব্দুর রফিকসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।