মানিকগঞ্জ শহরের ইউনি ব্লক দিয়ে নির্মিত আধা কিলোমিটার সড়কটি বছর না ঘুরতেই দেবে গেছে। ড্রেনের আরসিসি ঢাকনা ও ম্যানহোলের ঢাকনা রাস্তার চেয়ে উঁচু হওয়ায় যানবাহন চালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ কাজ ও যথাযথ তদারকির অভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
২০২২ সালে সিআরডিপি-২ প্রকল্পের আওতায় ২৫ কোটি টাকার বেশি ব্যয়ে এই কাজ শুরু হয়। প্রকল্পের মাধ্যমে খাল পুনঃখনন, সৌন্দর্য বর্ধন, ড্রেনেজ, তিনটি ব্রিজ এবং পাবলিক টয়লেট নির্মাণের কাজ হাতে নেওয়া হয়। অ্যাপেক্স এন্টারপ্রাইজ ও মেসার্স কামরুল অ্যান্ড ব্রাদার্স এই কাজের দায়িত্ব পায়। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্প ব্যয় আরও তিন কোটি টাকা বৃদ্ধি পায়।
শনিবার সরেজমিনে দেখা যায়, জেলা জজ কোর্ট থেকে মডেল স্কুল পর্যন্ত রাস্তার বেশ কয়েকটি জায়গায় দেবে গিয়ে গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির পানিতে এসব গর্ত ভরে যাওয়ায় চলাচলকারী যানবাহনগুলোর সমস্যাও বেড়েছে। রাস্তার চেয়ে উঁচু ড্রেনের ঢাকনা ও ম্যানহোলের কারণে যানজটও তৈরি হচ্ছে।
এক মোটরসাইকেল চালক বলেন, “রাস্তার সাথে ড্রেনের ঢাকনার উচ্চতার সমন্বয় না থাকায় চলাচলে খুব সমস্যা হচ্ছে। কাজ ভালো হয়নি, এবং তদারকির অভাব স্পষ্ট।”
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। একজন পথচারী জানান, “গর্ত ও উঁচু-নিচু রাস্তায় যানবাহন চলাচলের সময় সংঘর্ষের আশঙ্কা বেড়েছে।”
পৌরসভার প্রকৌশলী আ.ন.ম গিয়াজ উদ্দিন জানান, “ঠিকাদারকে চূড়ান্ত বিল দেওয়ার আগে রাস্তার সব সমস্যা ঠিক করে নেওয়া হবে। প্রকল্পের মেয়াদ এখনও বাকি, তাই এখনই সংস্কার কাজ শুরু হয়নি।”
এদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে। দ্রুত সংস্কার কাজ না হলে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা রাস্তার দ্রুত মেরামত এবং ড্রেন ও ম্যানহোলের ঢাকনার উচ্চতা সমন্বয়ের দাবি জানিয়েছেন।
সবখবর/ নিউজ ডেস্ক