কামরুল হাসান: মানিকগঞ্জের সিংগাইরে পরকীয়া প্রেমের কারণে এক সৌদি প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তার (২৮) খুন হয়েছেন। ঘটনার মাত্র তিন দিনের মধ্যে পুলিশ তানিয়ার পরকীয়া প্রেমিক মাহদীন হাসানকে (৩৫) গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাহদীন হাসান কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, ২৫ নভেম্বর রাত ৮টার দিকে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা এলাকায় তানিয়াকে তার নিজ বাথরুমে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে, তানিয়ার বাবা আবুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদঘাটন করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, তানিয়া ও মাহদী এই বছরের ফেব্রুয়ারিতে মোবাইল ফোনের মাধ্যমে পরিচিত হন এবং পরবর্তীতে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক শুরু হয়। তানিয়ার পরিবার বিষয়টি জানার পর সম্পর্ক বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও তারা সম্পর্ক অব্যাহত রেখেছিল। এক সময়, তানিয়া একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখায় মাহদী ক্ষুব্ধ হয়ে তানিয়াকে হত্যা করার পরিকল্পনা করেন।
এ হত্যাকাণ্ডের তদন্ত এখনো চলছে এবং অভিযুক্তকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সবখবর/ নিউজ ডেস্ক