মানিকগঞ্জের দৌলতপুরে পকেটমার সন্দেহে রাসেল নামে এক যুবককে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে।
দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ওই যুবককে গণপিটুনি দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আহত রাসেলের বাড়ি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুখরিয়া গ্রামে। শুক্রবার সকালে ঘটনা ঘটলেও সন্ধ্যা পর্যন্ত কেউ ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়নি। আওয়ামীলীগ নেতার মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগে মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার সকালে দৌলতপুর সবজি বাজারে পকেট মার সন্দেহে স্থানীয় লোকজন রাসেলকে আটক করে। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দস উপস্থিত হয়ে রাসেলকে এলোপাথারী কিল-ঘুসি ও লাথি মাড়তে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসেলকে উদ্ধার করে।
এব্যাপারে আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুস জানান, স্থানীয়রা তাকে মারধর করে আহত করে। আমি ছেলেটিকে রক্ষা করার জন্য মারধরের অভিনয় করি। তবে, ছেলেটিকে মারধর করা তার ঠিক হয়নি বলে তিনি স্বীকার করেন।
পুলিশ জানায়, আহত ওই যুবককে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তার বিরুদ্ধে কেউ কোন অভিযোগ দেয়নি। শুধু মাত্র সন্দেহের বশে একজনকে মারধর করা ঠিক হয়নি বলে তিনি আরো জানান।
সবখবর/ নিউজ ডেস্ক