নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তাপস সাহা গ্রেপ্তার

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মামলায় নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

রবিবার (২০ জুলাই) রাতে পৌর এলাকার রিজার্ভ ট্যাংক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তাপস সাহা মানিকগঞ্জ পৌরসভার রিজার্ভ ট্যাংক এলাকার বাসিন্দা স্বপন সাহার ছেলে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, তাপস সাহা এই মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে। এ প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (২১ জুলাই) দুপুরে তাপস সাহাকে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top