নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ এর অভিযোগ উঠেছে। ঝিটকা পোদ্দারবাড়ি থেকে মহিশাখোলা পর্যন্ত সড়কটিতে প্রায় তিন কোটি টাকার সড়ক বরাদ্দ থাকলেও তাতে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে।

তাঁদের দাবি, সঠিক প্রক্রিয়া অনুসরণ না করে পাশের জমি থেকে মাটি কেটে ভরাট করা হয়েছে এবং রাস্তার নির্মাণে ব্যবহৃত ইট ও খোয়া মানহীন। স্থানীয়রা বলছেন, এলজিইডি কর্তৃপক্ষ বিষয়টি জানলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে জিডিপি-৩ প্রকল্পের আওতায় ২.৩৬ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। মেসার্স সেলিম এন্টারপ্রাইজের ঠিকাদার হানিফ আলী এই কাজটি পেয়েছেন এবং নির্মাণকাজ শেষ হওয়ার সময়সীমা ছিল ৩০ জুন ২০২৪।

আরো পড়ুন: ভারত বিনামূল্যে কিছুই দেয়না

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তার নির্মাণে ব্যবহৃত ইট ও খোয়া মানহীন, যার কারণে রাস্তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ভিটেবেড়া এলাকায় নির্মিত গাইডওয়ালও ইতোমধ্যে ভেঙে পড়েছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

একই সময়ে, স্থানীয় বাসিন্দা আরজ আলী অভিযোগ করেন, “এত টাকা বাজেট করেও রাস্তার কাজ তামাশার মতো হচ্ছে। রাস্তা বানানোর আগেই গাইডওয়াল ভেঙে গেছে।”

মহিশাখোলা গ্রামের আমিনুর রহমান জানান, “যদি এখনই ব্যবস্থা না নেয়া হয়, রাস্তা কয়েক মাসের মধ্যে ভেঙে যাবে।”

এদিকে, ঠিকাদার হানিফ আলী ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানটির প্রতিনিধি খোরশেদুল ইসলাম জানিয়েছেন, “রাস্তা নির্মাণে নিম্নমানের ইট সামান্য থাকতে পারে, তবে গাইডওয়াল ভেঙে গেছে; সেটি ঠিক করে দেওয়া হবে।”

আরো পড়ুন: যে গ্রামে বিয়ে হয় না সুন্দরী নারীদের

এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম জানিয়েছেন, “রাস্তার জন্য মাটি নেয়া হয়েছে এবং ঠিকাদারকে জানানো হয়েছে যেন তারা মাটি ভরাট করে দেয়। তবে, নির্মাণকাজে ত্রুটি বা নিম্নমানের উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে, তা সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ এবং কর্তৃপক্ষের উদাসীনতার কারণে স্থানীয়রা ক্ষুব্ধ, এবং এখন প্রশ্ন উঠছে, এই রাস্তা কি সত্যিই দীর্ঘমেয়াদী হবে?

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top