নাব্য সংকটে বন্ধ রয়েছে আরিচা-কাজীরহাট নৌরুটের ফেরি চলাচল। আজ সকাল ৯টা থেকে এই রুটের ফেরিচলাচল বন্ধ রয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছে দুই পাড়ের তিন শতাধিক ট্রাকের চালক ও সহযোগিরা।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, এক মাসেরও বেশি সময় ধরে এই রুটে নাব্য সংকট দেখা দিয়েছে। এতদিন অল্প সংখ্যক পণ্যবাহী ট্রাক দিয়ে পারাপার হলেও সকাল থেকে তা আর সম্ভব হচ্ছে না। ফলে ফেরি পারাপার বন্ধ করে দেয়া হয়েছে। বর্তমানে এই রুটে ৫ টি ফেরি চলাচল করে। সকাল থেকেই আরিচা প্রান্তে পণ্যবাহী ট্রাক জমা হতে থাকে। দুপুর পর্যন্ত দুই পাড়ে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে। এতে করে ভোগান্তিতে পরেছেন পাড়ের অপেক্ষায় থাকা ট্রাক চালক ও সহকারীরা।
তিনি আরো জানান, দুই মাস ধরে ড্রেজিং কার্যক্রম চলমান থাকলেও নাব্য সংকট কাটানো যাচ্ছে না। সংকট না কাটা পর্যন্ত চালকদের কে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি ড্রেজিং করে নাব্য সংকট কাটানোর চেষ্টা চলছে বলে তিনি আরো জানান।
সবখবর/ নিউজ ডেস্ক