মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা জানিয়েছেন, তার প্রধান লক্ষ্য হচ্ছে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিক সেবা নিশ্চিত করা।
সবখবরের একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা পুনরুদ্ধার গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ। আমি প্রশাসনের সবাইকে সঙ্গে নিয়ে এটি বাস্তবায়নে কাজ করছি।”
তিনি জানান, জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যাতে সাধারণ মানুষ সঠিক ও কাঙ্ক্ষিত সেবা পায়, সেদিকে তার বিশেষ নজর থাকবে। তিনি বলেন, “কেউ যেন সেবাগ্রহণে ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করা হবে। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দারিদ্র বিমোচনে কাজ করব।”
জেলাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “মাসিক উন্নয়ন সভায় প্রতিটি দপ্তরের প্রধানকে সিটিজেন চার্টার মেনে সেবা প্রদান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযোগ থাকলে জেলা প্রশাসন কার্যালয়ে যোগাযোগ করুন। যদি কোনো প্রতিষ্ঠান আমাদের আওতাধীন না থাকে, তবে সেই অভিযোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে সমাধানের ব্যবস্থা করা হবে।”
জেলা প্রশাসক তার দায়িত্ব সম্পর্কে বলেন, “দেশপ্রেম ও পেশাদারিত্ব আমার কাজের মূল চালিকা শক্তি। আমি আমার দেশকে ভালোবাসি এবং পেশাদারিত্ব বজায় রেখে প্রতিটি দায়িত্ব পালন করি। যতদিন এখানে থাকব, ততদিন জনগণের জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করব।”
তার এ ধরনের উদ্যোগ জেলাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। সেবার মান উন্নত করতে তার আন্তরিক প্রচেষ্টা জেলাবাসীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সবখবর/ নিউজ ডেস্ক