রাজীব হাসান, ধামরাই: ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবীর মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-১ ও ৪।
র্যাব ও ধামরাই থানা পুলিশ জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ধামরাই পৌরসভার হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের সামনে গুলিবিদ্ধ হন কলেজ শিক্ষার্থী আরিফুল ইসলাম। চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট তিনি মারা যান। এর পর থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলাকা থেকে পালিয়ে যান। আরিফুল হত্যার ঘটনায় ২১ আগস্ট তাঁর নানা আজিম উদ্দিন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৮২ জন আওয়ামী লীগ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়, যার মধ্যে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবীর মোল্লার নাম ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর র্যাব মঙ্গলবার বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ধামরাই থানার পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়।
সাভারের নবীনগরের র্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, র্যাব-১ ও ৪ যৌথভাবে অভিযান চালিয়ে সাবেক মেয়র গোলাম কবীর মোল্লাকে গ্রেপ্তার করেছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর র্যাব গোলাম কবীর মোল্লাকে তাঁদের কাছে হস্তান্তর করে। তাঁকে নিয়ে মামলা তদন্ত করা হচ্ছে।