মানিকগঞ্জের দৌলতপুরের আমতলী ফেদু সেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমানের বিরুদ্ধে এক সহকারী শিক্ষককে মারপিট করার অভিযোগ উঠেছে।
এঘটনায় ওই বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষক জনাব আলী দৌলতপুর থানায় প্রধান শিক্ষকসহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত অন্যান্য আসামীরা হলেন, মজিবর রহমানের ছেলে সজিবুর রহমান, মোহম্মদ আলী পরানের ছেলে মমিন উদ্দিন, মর্তুজ আলীর ছেলে আশরাফ, শহিদুর রহমান ফকুর ছেলে সজিব হোসেন, আব্দুল মজিদের ছেলে আল মামুন ও নজরুল ইসলাম।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক মজিবর রহমান আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলার আওয়ামী লীগের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। দলীয় প্রভাব খাটিয়ে তিনি বিদ্যালয়ের অর্থ আত্নসাতসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন। তিনি বিদ্যালয়ের ২৩ মাসের বেতন আটকে রেখে শিক্ষকদের নানাভাবে হয়রানি করে আসছিল। তার এসব অপকর্মের প্রতিবাদ করার জেরে গত ২০ অক্টোবর বেলা পোনে ১১ টার দিকে অভিযুক্তরা জনাব আলীকে বেদম মারপিট করে। পরে স্থানীয়রা ওই শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শিক্ষকের ওপর এমন হামলার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা বিদ্যালয় চত্তরে বিক্ষোভ ও মানববন্ধন করে। এসময় তারা অভিযুক্ত প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের শাস্তির দাবী জানিয়েছেন।
তবে, অভিযুক্ত শিক্ষক মজিবর রহমানের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সবখবর/ নিউজ ডেস্ক