দূর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতি মুনাফা লোভীদের কারণে আলু, পেঁয়াজের দাম বৃদ্ধি এবং খোলা ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এই মানববন্ধনে আয়োজন করে।
মানববন্ধনে প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, ক্যাবের সাধারণ সম্পাদক এবিএম সামছুন্নবি তুলিপ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দূর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতি মুনাফা লোভীদের কারণে আলু, পেঁয়াজের দাম বেড়ে গেছে। সেই সাথে সরকার নিষিদ্ধ খোলা ভোজ্য তেল বাজারে বিক্রি হচ্ছে। এতে করে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তাই বক্তারা অবিলম্বে সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং আইন অমান্য করে খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধের দাবি জানান।
মানববন্ধন শেষে ক্যাব সদস্যরা পথচারীদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন। লিফলেটের মাধ্যমে তারা জনগণকে জানিয়ে দেন কিভাবে খাদ্যসামগ্রীর মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
সবখবর/ নিউজ ডেস্ক