দু’মাথাওয়ালা চার চোখের অদ্ভুত বাছুর!

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একটি অদ্ভুত বাছুর জন্ম নিয়েছে, যার দুটি মাথা, তিনটি কান এবং চারটি চোখ রয়েছে। এই অস্বাভাবিক বাছুরটি জন্ম নিয়েছে নওপাড়া ইউনিয়নের নান্দিগ্রামের বাসিন্দা জ্যোতিষ সন্ন্যাসীর একটি গাভি থেকে।

রোববার, গাভির প্রসবের পরপরই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেখানে হাজারো মানুষ উৎসুক হয়ে বাছুরটিকে দেখতে ছুটে আসে।

গাভির মালিক জ্যোতিষ সন্ন্যাসী জানান, এই বিশেষ ধরনের বাছুরটির একটি মাথার দুটি মুখ রয়েছে, যা থেকে বাছুরটি একসঙ্গে দুটো দিকে খাবার খেতে পারে। তবে জন্মের পর থেকেই বাছুরটি নিজে দাঁড়িয়ে উঠতে পারছে না এবং একাই মায়ের দুধ পান করতে পারছে না।

বাছুরটি দেখতে আসা আলীপুর গ্রামের তরিকুল হক বলেন, “এমন একটি অদ্ভুত বাছুর প্রসব হয়েছে, যা দেখে আমি অবাক। খবরটি ফেসবুকের মাধ্যমে সবার কাছে পৌঁছেছে, তাই নিজে এসে দেখে গেলাম।” তিনি আরও বলেন, “বাড়ির আশপাশের অনেক মানুষও বাছুরটি দেখতে আসছেন।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস জানান, সাধারণত জেনেটিক ত্রুটির কারণে এমন বাচ্চা জন্ম নেয়। তবে, যেহেতু বাছুরটি খাচ্ছে এবং বেঁচে আছে, তাই আশা করা যায় এটি সুস্থ হয়ে উঠবে। তিনি বলেন, “এটি নিয়ে আমরা দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করব এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করতে থাকব।”

ডা. জান্নাতুল আরও জানান, ভিটামিনসহ অন্যান্য প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হচ্ছে এবং বাছুরটির সুস্থতার জন্য সব ধরনের চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top