সরকার লিটারে সয়াবিনের দাম কমিয়েছে ১৪ টাকা। তবে, দাম কমানোর ঘোষণা পরও নতুন দরের সয়াবিন তেল পাওয়া যাচ্ছেনা কোথাও। আগের দামেই বিক্রি হচ্ছে তেল। দাম কমার সুফল পাচ্ছেনা ভোক্তারা।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, কোম্পানিগুলো দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে তারা এখনো নতুন দরের তেল বাজারে সরবরাহ করেনি। নতুন দরের তেল পেতে আরো এক সপ্তাহ সময় লাগবে।
ক্রেতাদের অভিযোগ, তেল নিয়ে পুরনো কৌশলেই আছেন ব্যবসায়িরা। দাম বাড়ার ঘোষণা পাওয়ার সাথে সাথেই তারা দাম বাড়িয়ে দেন। তবে, দাম কমলে তারা সহজে দাম কমাতেই চায়না।
গত সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বোতলজাত প্রতি লিটার তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৭৮ টাকা, পাঁচ লিটারের বোতলে ৬৫ টাকা কমিয়ে ৮৮০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৭ টাকা কমিয়ে ১৫৮ টাকা নির্ধারণ করেছে। গতকাল মঙ্গলবার থেকেই বাজারে এ দর কার্যকর হওয়ার কথা।
কিন্তু মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় খোজ নিয়ে জানা গেছে পূর্বের দামেই ব্যবসায়িরা তেল বিক্রি করছেন।
সবখবর/ নিউজ ডেস্ক