মানুষের ভোটের অধিকারসহ মৌলিক অধিকারগুলো প্রতিটি ঘরে পৌঁছে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আতা।
শনিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের উকিয়ারা বাজার মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত এক প্রচারণা সভা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং ইফতার অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান আতা বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। তার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়নে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা আজও বিশ্বব্যাপী প্রশংসিত। একই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়াও দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু বর্তমান সরকার সেই সফলতা মেনে নিতে না পেরে গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়ে আসছে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে ৫ আগস্টের গণবিপ্লব ছিল ঐতিহাসিক। তাজা প্রাণের বিনিময়ে দেশবাসী স্বৈরতন্ত্রকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এখন আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। এদের পরাজিত করে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।”
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম নয়নের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আইয়ুব আলী, উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. জহিরুল ইসলাম জহির, বিএনপি নেতা আহম্মদ আলী, সদর উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, উকিয়ারা বাজার কমিটির সভাপতি গোবিন্দ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
সভা শেষে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়। এতে বিএনপির নেতা-কর্মী, সমর্থক এবং স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।