জমি বিরোধে হামলা: সাংবাদিকের মা ও ভাই আহত

মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মানিকগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও মাইটিভির জেলা প্রতিনিধি আজিজুল হাকিমের মা ও ভাইকে মারধরের অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ব্রি-কালিয়াকৈর এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন সাংবাদিক আজিজুল হাকিমের ভাই নান্নু মিয়া ও মা সম্পি বেগম। তারা বর্তমানে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় সাংবাদিক আজিজুল হাকিম সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা নিয়ে আজিজুল হাকিমের পরিবারের সঙ্গে তার চাচাতো ভাইয়ের স্ত্রী মধুমালা বেগমের বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকালে মধুমালা বেগম, তার মেয়ে সুমাইয়া আক্তার, বোন রংমালা আক্তার, বোনজামাই মবজেল ও মধুমালার বাবা তোতা মিয়াসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন বাঁশের লাঠিসহ তাদের বাড়িতে ঢুকে পড়ে।

অভিযুক্তরা ঘরে ঢুকে গালিগালাজ শুরু করলে সাংবাদিকের ভাই নান্নু মিয়া প্রতিবাদ করেন। তখন তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। হামলা ঠেকাতে গেলে সাংবাদিকের মা সম্পি বেগমকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top