নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সধারন সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর। সাংগঠনিক দক্ষতা, জনসম্পৃক্ততা এবং মাঠ পর্যায়ের সরব উপস্থিতির কারণে তাকে ঘিরে আশাবাদী স্থানীয় নেতাকর্মীরা।
দলীয় সূত্র জানায়, এস এ জিন্নাহ কবীর ইতোমধ্যে নির্বাচনী এলাকার ২২টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠক, সভা ও গণসংযোগ কর্মসূচি সম্পন্ন করেছেন। প্রতিটি সভায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ তুলে ধরেছেন সাধারণ মানুষের কাছে।
এস এ জিন্নাহ কবীর বলেন, বিএনপির দুঃসময়ে আমি পিছিয়ে যাইনি। মামলা-হামলা, হুলিয়া মাথায় নিয়েও কর্মীদের পাশে ছিলাম। মানুষের সেবা করাই আমার রাজনীতি। জনগণ পরিবর্তন চায়, আর আমরা সেই পরিবর্তনের বার্তা পৌঁছে দিচ্ছি ঘরে ঘরে।
তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি এখন মানুষ বুঝতে শুরু করেছে। ঘিওর, দৌলতপুর ও শিবালয়ের প্রত্যন্ত গ্রামেও আমরা এই বার্তা পৌঁছে দিয়েছি। কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবার ধানের শীষ বিজয়ের পথে এগিয়ে যাবে।
তিনি বলেন, বর্তমানে একটি কুচক্রি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য নিজেরাই অপকর্ম করে বিএনপি ও তারেক রহমানের ওপর চাপানোর চেষ্টা করছে। তাদের লক্ষ্য হচ্ছে বিএনপির ভাবমূর্তি নষ্ট করা, কারণ তারেক রহমানের জনপ্রিয়তায় তারা ভয় পায়। এই মিথ্যাচার প্রতিহত করার জন্য আমি এবং আমার সহকর্মীরা মাঠ থেকে মাঠে গিয়ে জনগণকে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছি। আমাদের নেতা যে দেশ ও জনগণের জন্য নিবেদিত, সেটি সবাইকে বুঝতে হবে। আমরা এসব ষড়যন্ত্রের সামনে অসহায় নই, জনগণও এ অপতৎপরতা দেখে বাস্তবিক সত্যের সঙ্গে পরিচিত হচ্ছে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছেন, শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এলাকায় নানা জনকল্যাণমূলক কাজ, শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগে সহমর্মিতা দেখিয়ে জিন্নাহ কবীর ইতোমধ্যে “দানবীর নেতা” হিসেবেও পরিচিতি পেয়েছেন।
দলীয় সূত্র জানায়, এস এ জিন্নাহ কবীরের নেতৃত্বে তৃণমূল পর্যায়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠেছে। ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতারা সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নিচ্ছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির প্রার্থী হিসেবে তিনি এখন পর্যন্ত সবচেয়ে সংগঠিত প্রচার চালাচ্ছেন। মাঠের জনপ্রিয়তা ও সংগঠনের সঙ্গে সুদৃঢ় সম্পর্কের কারণে এস এ জিন্নাহ কবীর এ আসনে ধানের শীষের মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন বলেই মনে করছেন তারা।
এ আসনে বিএনপির অপর দুই সম্ভাব্য প্রার্থী খোন্দকার আকবর হোসেন বাবলু ও বহিষ্কৃত নেতা তোজাম্মেল হক তোজাও মাঠে রয়েছেন। তবে দলের বিভিন্ন সূত্র ও নেতাকর্মীদের একটি বড় অংশ মনে করছেন—দলীয় মনোনয়ন পেলে এস এ জিন্নাহ কবীরই হতে পারেন মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের জন্য সবচেয়ে সম্ভাবনাময় কান্ডারী।
সবখবর/ নিউজ ডেস্ক