চিকিৎসার কথা বলে ধর্ষণ চেষ্টার অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুরে আনোয়ার ব্যাপারী (৫০) নামে এক কবিরাজকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল রোববার দুপুরে আসামীর উপস্থিতে এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত ওই কবিরাজের বাড়ি জেলার হরিরামপুর উপজেলার রাজেশ্বরপুর গ্রামে। নির্যাতনের শিকার ওই শিশুর বয়স ১৩ বছর। তার বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলায়।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারী সকালে রাজেশ্বরপুর গ্রামে মায়ের সাথে ওই শিশু তার নানা বাড়িতে যায়। দুপুরে ওই গ্রামের কবিরাজ আনোয়ারের কাছে তার মা শিশুটিকে চিকিৎসা করাতে নিয়ে যায়। চিকিৎসার নাম করে ওই কবিরাজ শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালালে তার মা শিশুটিকে রক্ষা করে। পরে স্থানীয়ভাবে কোন বিচার না পেয়ে ঘটনার সাতদিন পর শিশুটির মা হরিরামপুর থানায় মামলা দায়ের করেন।
ওই মামলায় পুলিশ আনোয়ারকে অভিযুক্তকে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আনোয়ারকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
সবখবর/ নিউজ ডেস্ক