চাকরির সুযোগ বিমান বাংলাদেশ এয়ারলাইনসে

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দুই ধরনের পদে মোট ৫৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন অ্যান্ড বেইজ মেইন্টেন্যান্স): অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন অ্যান্ড বেইজ মেইন্টেন্যান্স) পদে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য প্রার্থীদের বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ এবং চতুর্থ বিষয় ছাড়া সব বিষয়ে এ+ থাকতে হবে। বিদেশি ডিগ্রির ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সমমান সার্টিফিকেট প্রদান করতে হবে। জিইডি গ্রহণযোগ্য নয়। বয়সসীমা ২১ নভেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। প্রশিক্ষণকালীন সময়ে স্টাইপেন্ড প্রদান করা হবে এবং কোর্স সফলভাবে সম্পন্ন করার পর প্রার্থীদের ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে।

এয়ারক্র্যাফট মেকানিক (শপ): এয়ারক্র্যাফট মেকানিক (শপ) পদে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য প্রার্থীদের এসএসসিতে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে। কারিগরি শিক্ষা বোর্ড থেকে অ্যারোস্পেস, অ্যাভিওনিক্স বা এয়ারক্র্যাফট মেইন্টেন্যান্সে ডিপ্লোমা প্রয়োজন। কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে। এই পদের জন্যও বয়সসীমা ২১ নভেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩২ বছর এবং বেতন স্কেল হবে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে এবং আবেদন ফি বাবদ ৩৩৫ টাকা টেলিটক প্রি-পেইড নম্বর থেকে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১১ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচিত প্রার্থীরা প্রাথমিকভাবে চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন এবং তিন বছরের সন্তোষজনক কাজের পর স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া নিয়োগ ও আবেদন সংক্রান্ত বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top