পরিবহন খাতসহ বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি বন্ধের দাবীতে মানিকগঞ্জে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করে।
এসময় শ্রমিক উইং এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়কারী সজীব ওয়াফি, আব্দুল বারেক, মামুন চাকলাদার, সংগঠক কামরুজ্জামান, মো: সৌরভ, সোহলে খান, জেলা কমিটির সমন্বয়কারী সোহেল রানা সুহাইল, যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ বাধন, লিজা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। এতে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন।
নেতারা বলেন, পরিবহন খাতসহ দেশের প্রায় সব সেক্টরেই এখন চাঁদাবাজি একটি মারাত্মক ব্যাধিতে রূপ নিয়েছে। চালক, শ্রমিক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী পর্যন্ত কেউই এ সমস্যা থেকে মুক্ত নয়। এই অবৈধ চাঁদা আদায়ের কারণে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শ্রমজীবী মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
তারা আরও বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং নাগরিক সমাজকে একসাথে রুখে দাঁড়াতে হবে। নইলে এ চাঁদাবাজ চক্র আমাদের অর্থনীতিকেও কুঁড়ে কুঁড়ে খেয়ে ফেলবে।
নেতারা জোর দিয়ে বলেন, শুধু পরিবহন সেক্টর নয়—হাট-বাজার, পণ্য পরিবহন, নির্মাণ খাত, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশেও চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়েছে। এর বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।