মানিকগঞ্জের ঘিওরে ধসে যাওয়া ইছামতি নদীর ওপর নির্মিত কুস্তা ব্রিজটির সংস্কার করা হয়েছে। আগামীকাল থেকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
শনিবার বিকেলে কুস্তা ব্রীজটি পরিদর্শন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়।
আরো পড়ুন: মানিকগঞ্জে ৬ পুলিশ কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনা
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা প্রকৌশলী সাজ্জাকুর রহমান, ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) খালিদ মনসুর , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত কয়েকদিন ধরে ইছামতির ভাঙনে ধসে যায় কুস্তা ব্রীজের একাংশ। এতে করে কয়েকদিন ওই ব্রীজ দিয়ে যানবাহনসহ সাধারণের চলাচল বন্ধ ছিল। এতে করে চরম দুর্ভোগ পোহায় ঘিওর দৌলতপুর উপজেলার ৬টি ইউনিয়নের ২০ গ্রামের হাজারো মানুষ।
সবখবর/ নিউজ ডেস্ক