গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানিকগঞ্জে বিক্ষোভ করেছে ‘গ্রামীণ উন্নয়ন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ এর গ্রাহকরা।
আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ আদালত চত্বরে কয়েক শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিবালয়ের টেপড়া গ্রামে সমিতির সভাপতি জগদীস দাস, সাধারণ সম্পাদক আল হোসেন, পরিচালক রজ্জব আলী ও মোহাম্মদ আলী মাস্টার সাধারণ মানুষকে অধিক লাভের প্রলোভন দেখিয়ে মেয়াদী আমানত ও সঞ্চয় জমা নিতে শুরু করেন। গ্রাহকরা ৩ থেকে ৮ বছরের মেয়াদে অর্থ জমা রাখেন। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার পর সমিতি কর্তৃপক্ষ টাকা ফেরত না দিয়ে টালবাহানা শুরু করে।
বক্তারা জানান, গ্রামের সহজ-সরল মানুষদের সঞ্চিত অর্থ আত্মসাৎ করে সমিতির অধিকাংশ কর্মকর্তা এখন আত্মগোপনে রয়েছেন। সম্প্রতি ক্ষুব্ধ গ্রামবাসীরা সভাপতি জগদীস দাসকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেন। বর্তমানে তিনি কারাগারে আছেন। তবে বাকি অভিযুক্তরা এখনও পলাতক।
প্রতারণার শিকার অন্তত তিন শতাধিক গ্রাহকের প্রায় চার কোটি টাকারও বেশি আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বক্তারা আরও বলেন, আমরা অনেকেই জমি-জমা বিক্রি করে এই সমিতিতে টাকা রেখেছিলাম। এখন কিছুই নেই। সরকার ও প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, অবিলম্বে পলাতকদের গ্রেপ্তার করুন এবং আমাদের অর্থ ফেরত দিন।
মানববন্ধনে নারী ও প্রবীণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।