গোলাম মহীউদ্দীনের জামিন, ফেসবুকে সমালোচনা

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন সম্প্রতি বিএনপি অফিস ভাংচুরের মামলায় জামিন পেয়েছেন। তার জামিন হওয়ার পর, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তি তার বিরুদ্ধে একটি পোস্ট দেন, যা ব্যাপক আলোচনা তৈরি করেছে।

গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ২ মিনিটে, মানিকগঞ্জের এক যুবক রায়হান সাব্বির তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে গোলাম মহীউদ্দীনকে নিয়ে একটি পোস্ট করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

রায়হান সাব্বির তার পোস্টে উল্লেখ করেন, ‘‘আপনাকে নিয়ে আমি কিভাবে কথা শুরু কোরবো, বুঝতাছি না। যাই হোক, আপনার জামিন হয়েছে ভালো কথা, তবে কারো খোঁজ-খবর নিতে হবে না। টাকা খরচ হবে, তার জন্য দরকার নাই।’’ তিনি আরও বলেন, ‘‘আগে ভালো সময়ের জামিন করাতে এক লাখ টাকা নিয়েছিলেন, কিন্তু এখন তো পরিস্থিতি খারাপ, এখন কয় লাখ নিবেন আমাদের জামিন করাতে?’’ পোস্টের পরবর্তী অংশে রায়হান আরও বলেন, ‘‘আপনি ভালো থাকেন এবং ভালোভাবে খাবার খান। খাবার না পেলে আমাদের রক্তগুলা খাইয়েন, আরো মজা পাবেন।’’

রায়হান সাব্বিরের এই পোস্টটি একে একে সামাজিক মাধ্যমের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং অনেক ব্যবহারকারী গোলাম মহীউদ্দীনের ওপর ব্যাপক ক্ষোভ জানান।

পোস্টে বাইন সিয়াম মন্তব্য লিখেছেন, ‘‘মানিকগঞ্জে আওয়ামী রাজনীতির ধংসের একমাত্র কারিগর। মানিকগঞ্জে আওয়ামীলীগ বিএনপি সবার কাছ থেকে টাকা খাইতো এই মুরব্বি টকার গন্ধ পেলে কে কী করছে সেইটা দেখার সময় নাই।’’ তিনি আরও বলেন, ‘‘দলের যদি কখনো ভালো সময় আসে, এই মুরব্বি যদি বেচে থাকে, সবার আগের চেয়ারটা তিনিই পাবে, এটাই বাস্তব।’’
এছাড়া, মুহাম্মদ হাবিবুর রহমান তার মন্তব্যে বলেছেন, ‘‘নেতা পকেট বান্ধব না হয়ে কর্মী বান্ধব হওয়া উচিত।’’

অন্যদিকে, রাজু হোসেন হাস্যরস করে বলেন, ‘‘সারা জেলায় নেতা একটাই, জামিনে এক টেহা ও কম নাই, সবাই টেয়া নিয়া রেডি থাইকো লিডারে জামিন করাইবো।’’

এছাড়াও, মাহিয়া মাহি বলেন, ‘‘বাটপার সালা’’ এবং টিপু সুলতান মন্তব্য করেন, ‘‘প্রতিটি জেলায় ওস্তাদের মতো দুই একজন আছে আর উপজেলা ও ইউনিয়নে তার তেল মালিশের লোকের কারণে আজ আওয়ামিলীগ এর এই অবস্থা…’’

এদিকে, মোহিদুর রহমান মনির তার কমেন্টে বলেছেন, ‘‘মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের রক্তচোষা একটা মহান নেতা, আল্লাহর রহমতে এর মুখে যে কতো মধু আল্লাহ দান করেছিলো, এর গুনাগুন বলে শেষ করা যাবে না।’’

তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশ চলচ্চিত্রের যতো অভিনেতা আছেন এই মহিউদ্দিন সাহেব সবার উপরের অভিনেতা, ওনার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই চিটার।’’

নিউজটি শেয়ার করুন
Scroll to Top