মহাসড়কের চলাচলকারী বিভিন্ন যানবাহনের মালিক, চালক ও হেলপার নিয়ে মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে।
আজ শনিবার দুপুরে হাইওয়ে থানা মিলনায়তনে ওপেন হাউজ ডেতে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপল চন্দ্র দাশ।
এসময় অন্যান্যের মধ্যে থানার কমিউনিটি পুলিশিং ফোরামের সহ-সাধারণ সম্পাদক এডভোকেট সেলিম আল দ্বীনসহ আরো অনেক সুধীজনও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের নানান ধরনের সুবিধা-অসুবিধা ও দাবির কথা মনোযোগ সহকারে শুনেন এবং থানা এলাকার মহাসড়কের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের ফিটনেস সনদ ব্যতীত কেউ যেন মহাসড়কে কোন গাড়ি চালনা না করে সেজন্য তিনি সকলকে অনুরোধ জানান।
তাছাড়াও বেপরোয়া গতিতে, ওভার লোডিং অবস্থায় এবং রং সাইড দিয়ে কেউ যেন কোন যানবাহন চালনা না করে সেজন্যও তিনি সকলকে অনুরোধ জানান।
এছাড়াও সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মহাসড়কে সকল ধরনের থ্রি হুইলারের চলাচল নিষিদ্ধ থাকায় সকলকে যথাযথভাবে আইনের নির্দেশনা প্রতিপালনের জন্যও অনুরোধ জানান।