গাজা পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের দূত উইটকফ

অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য সহায়তার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে শুক্রবার (১ আগস্ট) সেখানে যাবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

লিভিট জানান, উইটকফ ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির সঙ্গে গাজা পরিদর্শন করবেন। সেখানে তারা খাদ্য সরবরাহ ব্যবস্থার অগ্রগতি পর্যালোচনা করবেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে পরিস্থিতির বাস্তবতা জানবেন।

তিনি আরও জানান, উইটকফের ইসরাইল সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি ‘গঠনমূলক’ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় অন্তত ১১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯১ জন ছিলেন যারা খাদ্য বা সহায়তা সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top