গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নয়জনের মৃত্যু

ডেঙ্গু
এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে গত ২৪ ঘণ্টায় দেশে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজন রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় এবং একজন রাজশাহী বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৬৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে এক হাজার ৩৩৫ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এতে করে এ বছরের মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৫০ জনে।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রভাব লক্ষ্যণীয়। দেশের অন্যান্য অঞ্চলেও ডেঙ্গুর বিস্তার দেখা যাচ্ছে, বিশেষ করে রাজশাহী বিভাগে মৃত্যু সংখ্যা এই প্রথম যুক্ত হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের সচেতনতা এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। রোগ প্রতিরোধে এডিস মশার বিস্তার রোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top