বর্তমান সময়ে খোলামেলা ছবি প্রদর্শন করে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন ভারতীয় টেলিভিন অভিনেত্রী উর্ফি জাবেদ।
এএলটিবালাজিতে প্রচারিত বড় ভাইয়া কি দুলহানিয়া সিরিজে অবনীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বেশ পরিচিত।
১৯৯৭ সালের ১৫ই অক্টোবরে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লখনউতে জন্মগ্রহণ করেন উর্ফি। তিনি লখনউয়ের নাম করা বিদ্যালয় সিটি মন্টেসরি স্কুলে পড়াশোনা করেন। তারপর অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগে স্নাতক পাশ করেন এই অভিনেত্রী।
আরো পড়ুন: আপাতত ঢাকায় আসছেন না নোরা ফাতেহি
২০১৬ সালে তিনি সনি টিভির বড় ভাইয়া কি দুলহানিয়া-তে অবনী চরিত্রে অভিনয় করে সকলের নজর কারে। ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত স্টার প্লাস চ্যানেলের চন্দ্র নন্দিনীতে ছায়ার চরিত্রে অভিনয় করেন তিনি। স্টার প্লাসেরই মেরি দুর্গা সিরিজে আরতির চরিত্রে অভিনয় করেন সকলের মন জয় করে।
তবে, বর্তমান সময়ে খোলা মেলার ছবির জন্য তিনি সমালোচিতই হচ্ছেন বলে জানা গেছে। তবে এই অভিনেত্রীর চান না তার পোশাক নিয়ে কেউ কিছু বলুক।
সবখবর/ নিউজ ডেস্ক