pori moni

ক্লাস ফাঁকি, নালিশ করবেন পরী!

বর্তমানে গ্রামের বাড়ি পিরোজপুরে সন্তানসহ অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি, নানা শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি তার গ্রামে যান এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এই সময়টুকুর প্রমাণ পাওয়া যায় তার ফেসবুক পেজে।

মঙ্গলবার দুপুরে পরীমণি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় একঝাঁক শিক্ষার্থী তার সঙ্গে দেখা করতে এসেছেন। ভিডিওতে পরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ক্লাস ফাঁকি দিয়ে এসেছো! দাঁড়াও, তোমাদের শিক্ষকদের কাছে নালিশ করব।” এরপর, শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতার পর বিদায় বেলায় তিনি বলেন, “বিকালে আবার আসো।”

পরীমণি তার পোস্টে লিখেছেন, “আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কি লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক। এই আমার পরম পাওয়া।” তার এই পোস্টে ভক্ত-অনুরাগীরা নানা মন্তব্য করে তাকে প্রশংসিত করছেন, যা পরীমণি মনের আনন্দে উপভোগ করছেন।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top