মানিকগঞ্জে রিদুয়ান আনছারী (১৬) নামে এক কিশোরকে পরিকল্পিতভাবে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার আহত কিশোরের মা পাঁচজনের নামে এবং অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে মানিকগঞ্জ থানায় মামলা করেছেন।
আসামীরা হলেন, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র সিয়াম মাহমুদ সাব্বির, ইয়াজুল ইসলাম প্রান্ত, আপন খান, নাফসিন আহম্মেদ ও বিল্লাল হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে শহরের গঙ্গাধরপট্টি এলাকার আবুল লাইচ আনছারীর ছেলে রিদুয়ান চর বেউথা এলাকায় একটি চায়ের দোকানে যায়। সেখান থেকে ফেরার পথে কালীগঙ্গা নদীর পাড়ে ঘুরতে গেলে অভিযুক্তরা পূর্ব শত্রুতার জেরে তার ওপর হামলা চালায়।
অভিযোগে বলা হয়, সিয়াম মাহমুদ সাব্বিরের নেতৃত্বে অভিযুক্তরা লোহার রড, মোটরসাইকেলের চেইন ও হাতুড়ি দিয়ে রিদুয়ানকে এলোপাতাড়ি মারধর করে। তার গলায় চেইন পেঁচিয়ে হত্যাচেষ্টা করা হয়। হামলার একপর্যায়ে রিদুয়ানের গলায় থাকা প্রায় ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় ইয়াজুল ইসলাম প্রান্ত। এরপর অভিযুক্তরা রিদুয়ানকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। রিদুয়ানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রিদুয়ানকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করে।
মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ জানান, আহত কিশোরের মা থানায় মামলা করেছেন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।