মানিকগঞ্জ পৌরসভার কুশেরচর এলাকায় কালিগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
গতকাল রবিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার কুশেরচর এলাকায় কুশেরচর ইউনাইটেড ক্লাবের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুশেরচর ইউনাইটেড ক্লাবের সভাপতি জুয়েল রানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন কুশেরচর ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এটি এম সাজাহান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু নাহিদ, পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাডভোকেট মুরাদ হোসেন, কুশেরচর ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ শিক্ষার্থী ও গ্রামবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা পৌরসভার বাসিন্দা হয়েও কুশেরচরের বাসিন্দাদের মতো দীর্ঘদিন ধরে খেয়া পার হয়ে শহরে আসা-যাওয়া করছি। কালিগঙ্গা নদীর উপর সেতু নির্মাণ আমাদের দীর্ঘদিনের দাবি। বিগত সরকারের সময় আমাদের দাবি মূল্যায়ন করা হয়নি, যার ফলে আমরা অবহেলার শিকার হয়েছি। আমাদের শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হয়ে স্কুলে যায়, বর্ষার সময় ঘটে দুর্ঘটনা। জরুরি রোগী আনা-নেওয়ার জন্য আমাদের অনেকটা পথ ঘুরে শহরে যেতে হয়।
এই সেতুর অভাবে প্রতিদিন অর্ধলক্ষাধিক মানুষের ওপর সরাসরি বা পরোক্ষভাবে প্রভাব পড়ছে। সেতুর দুপারে পিচ ঢালাই সড়ক রয়েছে, সরকারের বাড়তি কোনো খরচ হবে না সেতুর সংযোগ সড়ক তৈরি করতে। ফলে দুপারের বাসিন্দাদের ভোগান্তি দূর করতে সেতু নির্মাণ অত্যন্ত জরুরি।”