এটিএন বাংলার সাংবাদিক সুজনের ওপর ছাত্রদের হামলা

এটিএন বাংলার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক শহীদুল ইসলাম সুজনের ওপর হামলা হয়েছে।

গত ৪ জুলাই মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে মানরা এলাকায় বৈষ্যমবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্র-জনতা তার ওপর হামলা চালায়। এতে তিনি মারাত্মক আহত হন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা সকাল থেকে মানরা এলাকায় ঢাকা-আরিচা মহসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। দুপুরের দিকে শহীদুল ইসলাম সুজন সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্র-জনতা এটিএন বাংলার মাইক্রোফোন দেখে ভুয়া ভুয়া শ্লোগান দিতে থাকে। পরে বেশ কয়েকজন ছাত্র তাকে লাঠি দিয়ে বেদম মারপিট করে। এসময় তার পা ভেঙ্গে গেলে কয়েকজন সংবাদকর্মী তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

আহত শহীদুল ইসলাম সুজন জানান, আমি সংবাদ সংগ্রহ করতে গেলে কিছু আন্দোলনকারী আমাকে দেখে ভুয়া ভুয়া শ্লোগান দিতে থাকে। পরে তারা আমাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এতে তার পা ভেঙ্গে যায়।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top