মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসেরও বেশি সময় ধরে এক্স-রে মেশিন নষ্ট থাকায় রোগীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। জরুরি প্রয়োজনেও হাসপাতালের সেবা না পেয়ে রোগীরা বাধ্য হচ্ছেন স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারে যেতে। ফলে বাড়তি খরচ এবং সময় নষ্ট হচ্ছে।
হাসপাতালের সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর থেকে এক্স-রে মেশিন অকেজো হয়ে পড়ে। প্রতিমাসে ৭০ থেকে ৮০ জন রোগী হাসপাতালে এক্স-রে করালেও বর্তমানে মেশিন নষ্ট থাকায় অনেকে নিরূপায় হয়ে ফিরে যাচ্ছেন।
স্থানীয় রোগী আব্দুল আলিম বলেন, “আমার স্ত্রীর ঘাড় ও কোমরের ব্যথার জন্য ডাক্তার এক্স-রে করতে বলেছেন। কিন্তু হাসপাতালে এসে শুনলাম মেশিন নষ্ট। এখন বাইরে থেকে অনেক বেশি খরচ করে এক্স-রে করাতে হবে।”
অন্য এক রোগী নাসরিন আক্তার বলেন, “কোমরের ব্যথার জন্য এক্স-রে করতে আসলাম, কিন্তু মেশিন নষ্ট। বাইরে গেলে অনেক বেশি টাকা লাগবে, যা আমার পক্ষে কঠিন।”
হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী এ. কে. এম রাসেল জানান, “২১ অক্টোবর থেকে মেশিনটি যান্ত্রিক ত্রুটির কারণে অকেজো। ইতিমধ্যে মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পত্র পাঠানো হয়েছে। দ্রুত সেবা পুনরায় চালু হবে বলে আশা করছি।”
এক্স-রে মেশিন দ্রুত মেরামত না হলে রোগীদের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
সবখবর/ নিউজ ডেস্ক