আল-আমিন সরকার সোহাগ: সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান এবং প্রতিবেদকের বিরুদ্ধে দায়ের করা একপাক্ষিক ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আমার দেশ পাঠক ফোরাম।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানিকগঞ্জ জেলার আমার দেশ প্রতিনিধি আকরাম হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির উপদেষ্টা ও সাবেক সভাপতি গোলাম সরোয়ার ছানু, সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাভলু, কাবুল উদ্দিন খান, জেলা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিএম খোরশেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এডভোকেট মুরাদ হোসেন এবং সামাজিক সংগঠন ‘দিশারী’র সভাপতি হাসান শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মাহমুদুর রহমান একজন আপসহীন ও নির্যাতিত সাংবাদিক, যিনি দীর্ঘদিন ধরে ইসলামী মূল্যবোধ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার বিরুদ্ধে আনা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক।
তারা আরও উল্লেখ করেন, বিগত সরকারের আমলে একটি প্রভাবশালী শিল্পগোষ্ঠী — মেঘনা গ্রুপ — বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার করলেও সে সময় বিষয়টি গোপনেই থেকে যায়। তবে সরকার পরিবর্তনের পর আমার দেশ পত্রিকায় সেই দুর্নীতির খবর প্রকাশ পেলে সংশ্লিষ্ট মহল আতঙ্কিত হয়ে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি ও মামলা দায়েরের মাধ্যমে হয়রানি শুরু করে। সংবাদ প্রকাশের জেরে মামলা দায়ের করা একটি দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা।