GAIN

আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

জেনেভাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (গেইন) বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকায় জুনিয়র অ্যাসোসিয়েট, ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: জুনিয়র অ্যাসোসিয়েট, ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থায় ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ভ্যাট, ট্যাক্স, এনজিও ব্যুরোসংক্রান্ত কাজ বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। আইটি দক্ষতাসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক। কর্মস্থল: ঢাকা। তবে হোম অফিসের সুযোগ রয়েছে।

বেতন এবং সুযোগ-সুবিধা: বেতন: বছরে ৮ লাখ ৮৫ হাজার ২১৬ থেকে ১০ লাখ ৮ হাজার ৭৪৪ টাকা (অভিজ্ঞতার ওপর নির্ভরশীল)।

সুযোগ-সুবিধা: বছরে ৩৭ দিন ছুটি, মাতৃত্বকালীন ছুটি, ২০ দিন পিতৃত্বকালীন ছুটি, উৎসব বোনাস, পেনশন স্কিম এবং স্বাস্থ্য, ভ্রমণ ও জীবনবিমা। এছাড়া ছুটি ভাতা, যোগাযোগ ভাতা, প্রশিক্ষণ এবং বছরে বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশনের ওয়েবসাইটে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে APPLY NOW বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২৯ নভেম্বর ২০২৪

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top