আদানির দুর্নীতি বিতর্কে চাপের মুখে মোদি সরকার

Narendra Modi

ভারতে গৌতম আদানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি সংসদীয় তদন্তের দাবি তুলেছেন এবং আদানিকে সুরক্ষা দেওয়ার অভিযোগে মোদি সরকারের সমালোচনা করেছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী কড়া ভাষায় অভিযোগ করেন, বিজেপি সরকারের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো আদানির প্রভাবাধীন। যুক্তরাষ্ট্রে আদানির আর্থিক জালিয়াতি প্রকাশিত হওয়ার পর, এই ইস্যু নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়।

রাহুল গান্ধীর দাবি, “আদানি মোদি সরকারের সরাসরি আশীর্বাদে ভারতের সম্পদ দখল করছেন। প্রধানমন্ত্রী আদানিকে শতভাগ সুরক্ষা দিচ্ছেন এবং এই সম্পর্ক ভারতের জন্য ক্ষতিকর।”

কংগ্রেস নেতার মতে, এই বিষয়টি সংসদে উত্থাপন করা বিরোধী দলের দায়িত্ব। তিনি বলেন, “আমরা যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে তদন্ত এবং আদানির গ্রেফতারের দাবি জানাচ্ছি। এই ইস্যুটি জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি জড়িত।”

তিনি আরও অভিযোগ করেন যে মোদি সরকার আদানির বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিতে ইচ্ছুক নয়। কারণ আদানি বিজেপির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগী।

রাহুল গান্ধী এও বলেন, “যতদিন নরেন্দ্র মোদি এবং গৌতম আদানির মধ্যে এই সম্পর্ক থাকবে, ততদিন ভারতের অর্থনৈতিক স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হবে।”

বিরোধী দলের এই চাপের মুখে, আদানি ও মোদি সরকারের সম্পর্ক নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top