বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ। এরই অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ও কৃষ্ণপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়নক কৃষকদলের আয়োজনে সমাবেশে জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল, জেলা বিএনপির প্রচার সম্পাদক শামীম আল মামুন , ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল কাশেম প্রমুখ বক্তব্য রাখেন।
আরো পড়ুন: ঘুরে আসুন সাজেক
আরো পড়ুন: পরীমনির যত বিয়ে
জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ বলেন, “আমরা এই সমাবেশের মাধ্যমে কৃষকদের অধিকার আদায়, কৃষি উন্নয়ন ও কৃষকদের উন্নতির জন্য সরকারের সহায়তা নিশ্চিত করতে কাজ করছি। আমাদের একক প্রচেষ্টায় কৃষকরা তাদের সত্যিকারের অধিকার পাবে।”
সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল বলেন, “কৃষকরা দেশের উন্নতির মূল চাবিকাঠি। তাদের উন্নয়নে বিনিয়োগ বাড়ানো এবং কৃষি খাতে সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”