মানিকগঞ্জে আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তিন দিনব্যাপী বার্ষিক একাডেমিক প্রতিযোগিতার প্রথম দিনের আয়োজন গত শুক্রবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এ দিনে প্লে, নার্সারি ও কেজি শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের মেধা, সৃজনশীলতা এবং দক্ষতার অনন্য প্রকাশ ঘটিয়েছে।
প্রতিযোগিতার উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা, তাদের সৃজনশীলতা বিকাশ করা এবং শিক্ষা কার্যক্রমকে আনন্দদায়ক ও উৎসাহব্যঞ্জক করে তোলা। একাডেমিক কম্পিটিশনের মাধ্যমে শিক্ষার্থীদের ভাষা, গণিত এবং অন্যান্য বিষয়ে দক্ষতা প্রদর্শনের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ তৈরি হয়।
আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ দক্ষ ও সৃজনশীল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে বদ্ধপরিকর। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে এই প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একটি স্মরণীয় অংশ হয়ে থাকে।
প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মোঃ আব্দুর রশিদ বলেন, ‘এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের একটি চমৎকার মাধ্যম। এটি তাদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসী হয়ে উঠতে সহায়তা করবে।’
আগামী দিনগুলোতে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরাও বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে উদযাপন করা হয়। এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ইন্সপাইরিং ব্রিলিয়ান্স, সেলিব্রেটিং সাকসেস।
সবখবর/ নিউজ ডেস্ক