আওয়ামী লীগ নেতা উজ্জ্বল গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ উজ্জ্বল হোসেনকে (৫১) গ্রেফতার করা হয়েছে।

আজ সন্ধ্যায় পৌরসভার নয়াকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

তিনি ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং বেতিলা মিতরা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কিত মামলায় অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top