আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (৯ মে) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশের সড়কে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি আয়োজিত গণসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, “বাংলাদেশের অগ্রগতি শুরু হবে ওই দিন, যেদিন ‘বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ’ শিরোনাম পাবে। আমরা সেই লক্ষ্যেই এখানে একত্রিত হয়ে রাস্তা ব্লক করছি। যতক্ষণ না আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে, ততক্ষণ আমরা এই স্থান ছাড়ব না।”
তিনি আরও বলেন, “এমনকি আমাদের আওয়াজ এখনও অন্তর্বর্তীকালীন সরকারের কানে পৌঁছায়নি। আমরা শাহবাগে গিয়ে অবরোধ করব।”
এর আগে, দুপুর পৌনে তিনটার দিকে সমাবেশ শুরু হয় এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নেন।
গতকাল (৮ মে) রাত থেকেই এনসিপির নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন, যা আজও চলতে থাকে।
এদিকে, হাসনাত আবদুল্লাহ মিন্টু রোডের পানির ফোয়ারার সামনে শুক্রবার বাদ জুমা বড় জমায়েতের ঘোষণা দেন এবং সকল দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।