অবৈধ আট ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে পরিচালিত আটটি ইটভাটাকে মোট ১৬ লাখ টাকা জরিমানা করেছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেচ্ছা আক্তার।

এ অভিযানে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের মেসার্স আলী আকবর ব্রিকস-৫ কে তিন লাখ, মেসার্স আলী আকবর ব্রিকস-৬ কে এক লাখ, মেসার্স আলী আকবর ব্রিকস-১, মেসার্স আলী আকবর ব্রিকস-২, একই ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মেসার্স সফুর ব্রিকস, মেসার্স রাকমান ব্রিকস, মেসার্স আওয়াল ব্রিকস-১, মেসার্স আওয়াল ব্রিকস-২ কে দুই লাখ করে মোট ১৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেচ্ছা আক্তার বলেন, “ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের কারণে এই জরিমানা আদায় করা হয়েছে।”

অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইউসুফ আলী, সিনিয়র কেমিস্ট এ.কে.এম ছামিউল আলম কুরসিসহ র‌্যাব-৪, জেলা পুলিশ এবং সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top