মানিকগঞ্জে অনূর্ধ্ব-১৫ বয়সী বালকদের নিয়ে ফুটবল প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন।
ক্রীড়া পরিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলার সাতটি উপজেলায় অনুষ্ঠিতব্য এই প্রশিক্ষণ কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে ভবিষ্যৎ প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাংবাদিক আব্দুল মোমিন, প্রশিক্ষক, রেফারি, অভিভাবকসহ মোট ১৩০ জন প্রশিক্ষণার্থী।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুল মামুন বলেন, “প্রশিক্ষণ চলাকালে খেলোয়াড়দের মৌলিক দক্ষতা, শারীরিক ফিটনেস ও কৌশলগত উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হবে। আমরা আশা করি, এই উদ্যোগ জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা গড়ে তুলবে।”
জেলার ফুটবলপ্রেমী ও ক্রীড়া সংগঠকদের মতে, এমন উদ্যোগ তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।