১০ বছর পর পাকিস্তানে মালালা

মালালা ইউসুফজাই

১০ বছর নিজ জন্মভূমি পাকিস্তান পৌছেছেন মালালা ইউসুফজাই। তালেবান হামলার পর গতকালই তিনি পাকিস্তান যান।

পাকিস্তানে বন্যায় বিপর্যস্ত মানুষের সঙ্গে দেখা করবেন সর্বকনিষ্ঠ এ নোবেল বিজয়ী। মালালার সাথে তার মা-বাবাও রয়েছেন।

তাঁদের এ সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এক দশক আগে তালেবানের গুলিতে আহত হয়ে দেশ ছাড়ার পর দ্বিতীয়বারের মতো পাকিস্তানে গেলেন মালালা।

আরো পড়ুন: অপু বিশ্বাসের সিথিতে সিঁদুর

জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোয়। এ বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করছেন এই নোবেল জয়ী।

তাঁর স্বেচ্ছাসেবী সংগঠন মালালা ফান্ডের মাধ্যমে মাধ্যমে ক্ষতিগ্রস্তদের  সহযোগিতা করা হবে। এমন এক সময়ে মালালা পাকিস্তানে গেছেন, যখন তাঁর শহর মিনগোরাতে ফের মাথাচাড়া দিয়েছে তালেবানি শাসন।  

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top