হরিরামপুরে ডেঙ্গু জ্বরে শিশুর মৃত্যু

মানিকগঞ্জ

মানিকগঞ্জের হরিরামপুরে ডেঙ্গু জ্বরে নুসরাত জাহান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার রাত ১১ টার দিকে ঢাকা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে।

নিহত নুসরাত উপজেলার ছোট বাহাদুরপুর গ্রামের দেলোয়ার আকন্দের ছোট মেয়ে। সে গোপীনাথপুর ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা বলেন, নুসরাত জাহান  গত মঙ্গলবার থেকে জ্বরে আক্রান্ত হলে শুক্রবার উপজেলার ঝিটকা আবির মেডিকেল সেন্টারে ডেঙ্গু পরীক্ষা করালে তার ডেঙ্গু শনাক্ত হয়। তক্ষণিকভাবে নুসরাতকে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top