হরিরামপুরে কৃষকলীগ নেতা রমজান গ্রেফতার

মানিকগঞ্জের হরিরামপুরে নাশকতা মামলায় রামকৃষ্ণপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. রমজান আলী ওরফে ‘কোটিপতি রমজান’কে গ্রেফতার করেছে হরিরামপুর থানা পুলিশ।

গতকাল তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবর রহমান।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাড়িতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে রিতার বাড়িঘর ভাঙচুরসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।

ঘটনার প্রায় আড়াই বছর পর, গত ২৯ অক্টোবর হরিরামপুর থানায় মামলা দায়ের করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান দুলাল। মামলায় সাবেক সাংসদ মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, রমজান আলী কয়েক বছর আগেও হরিরামপুর রোডে অটোরিকশা চালাতেন। তবে সম্প্রতি তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ার পর অস্বাভাবিকভাবে অর্থসম্পদের মালিক হয়ে উঠেছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের আরও দাবি, রমজানের বিরুদ্ধে অতীতে একাধিক অভিযোগ ও মামলা হলেও ক্ষমতাশালী মহলের আশ্রয়ে তিনি বারবার রক্ষা পেয়েছেন। বাহিরচর বাজারে এক বৃদ্ধাকে প্রকাশ্যে মারধর, কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়া, মাদক ব্যবসায় সংশ্লিষ্টতা ও বিভিন্ন অপকর্মে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।

হরিরামপুর থানার ওসি মো. মজিবর রহমান জানান, নাশকতার মামলায় রমজানের প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top