আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কিশোরীদের সাইকেল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে, উপজেলার পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ৫৫ জন কিশোরী সাইকেল চালিয়ে হরিরামপুর উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করেন।
সাইকেল চালিয়ে র্যালীতে স্লোগান দেয় “এগ্রোকোলজি চর্চা করি সবুজ পৃথিবী গড়ি, জলবায়ু ন্যাযতা দিতে হবে দিয়ে দাও, সম অধিকার সম সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” নারী নীতিমালার বাস্তবায় চাই, বাল্য বিবাহ ও নারী নির্যাতনের ঠিকানা অন্ধকার জেল খানা, আন্তর্জাতিক নারী দিবস সফর হোক সফল হোক।
আলোচনা সভায় আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শুভ্রা রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে মানিকগঞ্জ জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি শামীমা আক্তার চায়না, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, হরিরামপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সি.সি. খন্দকার মুনছুর আলী, বারসিক প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা, মুকতার হোসেন ও হরিরামপুর স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।