দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
আজ দুপুরে তিনি সহকারী রিটার্নিং অফিসার সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথের কাছে মনোনয়ন পত্র জমা দেন।
আরো পড়ুন: মানিকগঞ্জ-২ আসনে ৯ জনের মনোনয়ন দাখিল
এসময় দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সহধর্মিণী দেওয়ান সিলভি আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খান, সাবেক পৌর মেয়র মীর মো. শাহাজাহান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সায়েদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: মনোনয়নপত্র জমা দিলেন মমতাজ বেগম
মনোনয়নপত্র দাখিলের পর নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান তিনি।
সবখবর/ নিউজ ডেস্ক