বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার গাড়ী বহরে হামলার ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ৫৫ জনের নামে মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান মানিকগঞ্জ বিজ্ঞ বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরো ৩০/৪০ জনকে আসামী করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ ডিসেম্বর বিকেলে সাটুরিয়া উপজেলার কালুশাহ মাজার জিয়ারত শেষে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খান রিতার গাড়ীবহর ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। মানিকগঞ্জ-৩ আসনের তৎকালীন সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ইন্ধনে আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা আফরোজা খান রিতাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। ওই সময় হামলাকারীরা রিতার গাড়িবহর ভাঙচুর করে এবং নেতাকর্মীদের মারপিট করে।
মামলার বাদী মো: আব্দুর রহমান জানান, ওই ঘটনার সাথে সম্পৃক্ত ৫৫ জনের নামে এবং অজ্ঞাত আরো ৩০/৪০ জনকে আসামী করে আদালতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ঘ) ধারায় মামলা করা হয়েছে।
সবখবর/ নিউজ ডেস্ক