সানস্ক্রিন ব্যবহারের পর ডাবল ক্লিনজিংয়ের গুরুত্ব নিয়ে বর্তমানে ত্বকচর্চায় সচেতনতা বাড়ছে। সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পাওয়ার জন্য সানস্ক্রিনের ব্যবহার যেমন প্রয়োজনীয়, ঠিক তেমনি দিনের শেষে তা ত্বক থেকে সঠিকভাবে পরিষ্কার করাও সমান গুরুত্বপূর্ণ। কারণ সানস্ক্রিনে থাকা ওয়াটারপ্রুফ ও তেল-ভিত্তিক উপাদান সাধারণ ফেসওয়াশে সম্পূর্ণরূপে দূর হয় না। ফলে ত্বকে জমে থাকা এসব উপাদান বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে।
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, সানস্ক্রিনের সঠিক ব্যবহারের পর যতটা গুরুত্ব দেওয়া হয়, তা ত্বক থেকে অপসারণেও ততটাই সচেতন হওয়া উচিত। আর এই প্রয়োজনীয়তাকে কেন্দ্র করেই ডাবল ক্লিনজিংয়ের ধারণা এখন ত্বকচর্চায় একটি অপরিহার্য ধাপে পরিণত হয়েছে।
আরো পড়ুন: টক দইয়ের উপকারিতা
ডাবল ক্লিনজিং বলতে বোঝায় দুটি ধাপে মুখ পরিষ্কার করা— প্রথম ধাপে তেল-ভিত্তিক ক্লিনজার বা মাইসেলার ওয়াটার দিয়ে সানস্ক্রিন ও অন্যান্য ময়লা দূর করা হয়। দ্বিতীয় ধাপে ফোম বা জেল ক্লিনজার দিয়ে ত্বকের গভীর থেকে ধুলাবালি ও অতিরিক্ত তেল পরিষ্কার করা হয়।
চিকিৎসকদের মতে, এই পদ্ধতিটি না মেনে চললে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে হতে পারে ব্রণ, র্যাশ, কিংবা স্কিন টেক্সচারের অবনতি।
সানস্ক্রিন ব্যবহারের পর ডাবল ক্লিনজিংয়ের গুরুত্ব শুধু রূপচর্চার সৌন্দর্য বজায় রাখার জন্য নয়, বরং স্বাস্থ্যকর ত্বক বজায় রাখার জন্যও অত্যন্ত জরুরি। যারা প্রতিদিন বাইরে যান, তাদের প্রতিদিন রাতে এই নিয়মটি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
ডার্মাটোলজিস্ট ডা. রাইহান কবির বলেন, “সানস্ক্রিন যেমন ত্বকের রক্ষা-কবচ, ডাবল ক্লিনজিং ঠিক তেমনই ত্বকের মুক্তির উপায়।”
তাই সৌন্দর্যের পাশাপাশি সুস্থ ত্বক চাইলে এখন থেকেই প্রতিদিনের রুটিনে ডাবল ক্লিনজিং যুক্ত করা উচিত।