সাত দফা দাবীতে  ৬ জানুয়ারী রোড মার্চ

মানিকগঞ্জ

মানিকগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা কমিটির পরিচিত সভা এবং আগামী ৬ জানুয়ারী ৭ দফা দাবিতে রোড মার্চ সফল করার জন্য সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ বিপ্লবী সাংস্কৃতিক সংঘের মিলনায়তনে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কালিপদ ঘোষের সভাপতিত্বে  সাধারণ সম্পাদক আশুতোষ রায়ের সঞ্চালনায় নব গঠিত ৬৭ সদস্য বিশিষ্ট  জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডিএন চ্যাটার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ বসু,  প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিপ্লব কুমার দে, সহসাংগঠনিক সম্পাদক বাপ্পাদিত্য বসু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা,  অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, লক্ষ্মী চ্যাটার্জি, সাবেক সভাপতি গুরুদাশ রায় প্রমূখ।

এদিকে  সরকারি দল ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আগামী ৬ জানুয়ারী ঢাকা রোড মার্চের ৭ দফা দাবি  উপস্থাপন করেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক  বিশ্বজিৎ সরকার  ।  

দাবী গুলো হচ্ছে জাতীয় সংখ্যালঘু কমিশন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন. দেবোত্তর সম্পতি সংরক্ষন আইন প্রনয়ণ  , পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন,বৈষম্য বিলোপ আইন প্রণয়ন।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top