সাটুরিয়ায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ফেসবুক ও গণমাধ্যমে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা বিএনপির ১ নং যুগ্ম সম্পাদক আব্দুর রহমান।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে সাটুরিয়া ডাক বাংলোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য দেওয়ার সময় বলেন, একটি সংঘবদ্ধ চক্র তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার ও ভিডিও ফুটেজ বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে।

আব্দুর রহমান বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমি সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, আহবায়ক পরে সভাপতির দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় রয়েছি। কিন্তু সম্প্রতি একটি চক্র আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, চলতি বছরের ৫ আগস্ট ‘জেলা বিপ্লব দিবস’ উপলক্ষে সাটুরিয়া সিএনজি স্ট্যান্ড এলাকায় আয়োজিত একটি সভায় জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা প্রধান অতিথি ছিলেন। সভা শুরুর আগে উপজেলা ছাত্রলীগের একজন কর্মী মাসুদ সভামঞ্চে এসে মাইক বন্ধ করার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় সাটুরিয়া যুবদলের আহ্বায়ক আমীর হামজাকে হুমকি দেওয়া হয়। পরে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।

তিনি অভিযোগ করেন, পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে আমি ব্যক্তিগত প্রয়োজনে সিএনজি স্ট্যান্ডে গেলে মাসুদ আমার উপর আক্রমণ চালায়। বিএনপির নেতা-কর্মীরা খবর পেয়ে আমাকে উদ্ধার করেন। অথচ হামলার ভিডিও ফুটেজ না দেখিয়ে একটি পক্ষ উল্টো আমাকে জড়িয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে।

আব্দুর রহমান আরও বলেন, সিসিটিভি ফুটেজকে উদ্দেশ্যমূলকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আমার রাজনৈতিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে। কিছু ফেসবুক আইডিতে যাচাই না করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, কিন্তু কোন মূল গণমাধ্যমে তা প্রকাশ পায়নি। এটি প্রমাণ করে যে একটি চক্র আমাকে এবং বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, যুবদলের আহ্বায়ক আমীর হামজা, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন উজ্জামান, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনের শেষাংশে বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের এবং দেশবাসীর প্রতি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।

এ বিষয়ে অভিযুক্ত মাসুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top