সাটুরিয়ায় কৃষকদলের সমাবেশ

সাটুরিয়ায় জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিশেষ সমাবেশ এবং শীতার্থদের মাঝে কম্বল বিতরণ। রবিবার বিকাল ৫ টায় বালিয়াটি ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ।

তিনি তার বক্তব্যে বলেন, “কৃষকরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, তবে তারা এখনও অনেক সমস্যার সম্মুখীন। কৃষকদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের সমস্যাগুলোর সমাধান করতে আমাদের এই সংগঠন সারাক্ষণ কাজ করে যাবে।”

এছাড়া, জেলা কৃষকদলের সহ সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক আবদুস সালাম বাদল, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাবেল, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রচার সম্পাদক আরিফ মুল্যা, মহিলাবিষয়ক সম্পাদক মধু মায়া, সাটুরিয়া উপজেলা কৃষকদলের নেতা বরকত মল্লিকসহ আরও অনেক নেতৃবৃন্দ তাদের বক্তব্য রাখেন।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আক্তারুজ্জামান রুকন, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন আযাদ বিপ্লব, যুব দলের আহবায়ক আমীর হামজা, বালিয়াটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, এবং সাটুরিয়া উপজেলা কৃষকদলের নেতা শাকির, রেজাউলসহ আরও অনেকে।

শেষে, ইউনিয়নের ৫০ জন দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়, যা শীতলতাকে মোকাবেলা করার জন্য তাদের একটি ছোট সহায়তা।

এ সময় কৃষকদল ছাড়াও জেলা ও উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top